লাদেন পুত্রের নাগরিকত্ব বাতিল করেছে সৌদি

জঙ্গি গোষ্ঠী আল-কায়েদার সাবেক নেতা ওসামা বিন লাদেনের পুত্র হামজা বিন লাদেনের নাগরিকত্ব বাতিল করেছে সৌদি আরব। যুক্তরাষ্ট্র হামজার খোঁজ পেতে ১০ লাখ মার্কিন ডলার পুরস্কার ঘোষণা করার মাত্র একদিন পরই এই কথা জানায় রিয়াদ।

শুক্রবার এক বিবৃতিতে সৌদির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, গত বছরের ২৯ নভেম্বর এক রাজকীয় ডিক্রি জারির মাধ্যমে হামজার নাগরিকত্ব নাগরিকত্ব বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। পরে সৌদি তথ্য মন্ত্রণালয় ওই ডিক্রি অনুমোদনের ঘোষণা দেয় এবং গত ২২ ফেব্রুয়ারি বাতিল হয় হামজার সৌদি নাগরিকত্ব।

এর মাত্র একদিন আগে গত বৃহস্পতিবার হামজা বিন লাদেন সম্পর্কে কেউ কোনো তথ্য দিলে তাকে ১০ লাখ ডলার আর্থিক পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করেছে হোয়াইট হাউস।

যুক্তরাষ্ট্র মনে করছে, বাবা লাদেনের পর সন্ত্রাসের নতুন মুখ হয়ে উঠেছে লাদেন-পুত্র। আর লাদেন হত্যার বদলা নিতে তিনি এখন মার্কিন মুলুকে হামলা চালাতে চায়। আর তাই হামজাকে আটকাতে তৎপর ট্রাম্প প্রশাসন।

প্রসঙ্গত, ২০১১ সালের মাঝামাঝি পাকিস্তানের এবোটাবাদের একটি বাড়িতে ঢুকে লাদেনকে গুলি করে হত্যা করেছিল মার্কিন বিশেষ বাহিনী। সূত্র: সৌদি গেজেট

Scroll to Top