সব রোহিঙ্গা ফেরত নিতে চান সু চি: ব্রিটিশ প্রতিমন্ত্রী

মিয়ানমারের রাষ্ট্রীয় উপদেষ্টা ও নেত্রী অং সান সু চি বাংলাদেশ থেকে সব রোহিঙ্গাকে ফিরিয়ে নিতে চান বলে জানিয়েছেন ব্রিটিশ প্রতিমন্ত্রী মার্ক ফিল্ড।

মিয়ানমার সফর শেষে বৃহস্পতিবার ঢাকায় এসে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

ব্রিটিশ প্রতিমন্ত্রী মার্ক ফিল্ড বলেন, তিনি (সু চি) আমাকে আশ্বাস দিয়েছেন। তিনি সব রোহিঙ্গা শরণার্থীকে বার্মায় ফিরিয়ে নিতে চান।

গত ২৪ আগস্টের পর রাখাইনে রোহিঙ্গাদের ওপর নতুন করে সহিংসতার ঘটনায় পশ্চিমা কোনো দেশের প্রতিনিধি হিসেবে ফিল্ডই মিয়ানমার সফর করলেন।

সু চি কঠিন পরিস্থিতির মধ্যে আছেন উল্লেখ করে মার্ক ফিল্ড জানান, সু চি আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ চাপের মধ্যে একটি ‘সঠিক পথ’ বের করার চেষ্টা করছেন।

\’আমি সেখানে (রাখাইনে) নিজের চোখে ভয়াবহ পরিস্থিতি দেখেছি। এই মুহূর্তে আমরা আমাদের বন্ধুদের দিয়ে চাপ প্রয়োগ করতে পারি\’- বলেন এই ব্রিটিশ মন্ত্রী।

তিনি বলেন, এই সংকট সমাধানে আড়াল থেকে অনেক কূটনৈতিক প্রচেষ্টা চলছে এবং এটা এখন আর একটি আঞ্চলিক ইস্যু নয়।

সু চি যদি ব্যর্থ হন তাহলে দেশটিতে সেনাবাহিনী সর্বময় ক্ষমতার অধিকারী হবে এবং সবচেয়ে খারাপ পরিস্থিতি হবে বলেও মন্তব্য করেন তিনি।

বাংলাদেশ সময় : ২২৫৫ ঘণ্টা, ২৮ সেপ্টেম্বর, ২০১৭,
লেটেস্টবিডিনিউজ.কম/এ