যুক্তরাষ্ট্রের ভিসার আবেদনে নতুন নিয়ম

নতুন নিয়ম অনুযায়ী যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারীকে এখন থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমের বিস্তারিত তথ্য জমা দিতে হবে। এ ক্ষেত্রে আবেদনকারীকে তার সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যবহৃত নাম ও গত পাঁচ বছর যাবৎ ব্যবহার করছে এমন ই-মেইল এবং ফোন নম্বর জমা দিতে হবে।

জানা গেছে, কূটনীতিক এবং সরকারি কর্মকর্তাদের ভিসার ক্ষেত্রে সবসময় এ নিয়ম জারি থাকবে না। দেশটিতে পড়াশোনা বা ভ্রমণের জন্য যারা যেতে আগ্রহী তাদের অবশ্যই সামাজিক যোগাযোগ মাধ্যমের ওই সব তথ্য জমা দিতে হবে। আর কেউ যদি ভুল তথ্য দেয় তাকে কঠোর শাস্তি পেতে হবে।

গত বছর যুক্তরাষ্ট্রের ভিসার জন্য এই নতুন নিয়ম চালুর প্রস্তাব করা হয়েছিল।

লেটেস্টবিডিনিউজ/এসকেবি

Scroll to Top