করোনা: ছয় মাস ২০ ভাগ বেতন কম নেবেন নিউ জিল্যান্ডের প্রধানমন্ত্রী

কভিড-১৯ করোনাভাইরাসের কারণে বিপর্যস্ত বিশ্ব অর্থনীতি প্রান হারাচ্ছে অনেক মানুষ। এরমধ্যেই আগামী ছয় মাস ২০ ভাগ বেতন কম নেওয়ার ঘোষণা দিয়েছেন নিউ জিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্দা আর্দান। আজ বুধবার তিনি এ ঘোষণা দিয়েছেন। করোনাভাইরাস সংক্রমণ রোধে তার বিভিন্ন পদ্ক্ষেপ এরইমধ্যে প্রশংসিত হয়েছে।

শুধু প্রধানমন্ত্রীই নন, জাসিন্দা আর্দানের মন্ত্রিসভার অন্য মন্ত্রীরাও আগামী ৬ মাস শতকরা ২০ ভাগ কম বেতন নেবেন। সরকারি খাতের বড় বড় কর্মকর্তা ও অন্যান্য রাজনীতিকদের বেতনও কর্তন করা হবে।

জাসিন্দা আর্দান বলেছেন, যারা করোনাভাইরাস সংক্রমণের কারণে গৃহীত পদক্ষেপে কর্মসংস্থান হারিয়েছেন, বেতন কর্তনের শিকার হয়েছেন অথবা যারা বেতনভর্তুকির আওতায় তাদের সঙ্গে সংহতি প্রকাশ করে এমন উদ্যোগ নেয়া হয়েছে।

তিনি বলেন, বিভিন্ন স্তরের মধ্যে যদি ফারাক বা বৈষম্যের কোনো পার্থক্য থেকে থাকে তাহলে কমিয়ে আনার এখনই সময়। তাই এখনই আমাদেরকে পদক্ষেপ নিতে হচ্ছে।

Scroll to Top