ব্রাহ্মণবাড়িয়ায় আরও দু\’জন করোনায় আক্রান্ত

আজ ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনায় মারা যাওয়া মালয়েশিয়া প্রবাসীর স্ত্রীর পর তার একমাত্র কন্যা ও ছোট ভাই করোনায় আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. অভিজিৎ রায় এ তথ্য নিশ্চিত করেছেন।

সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) থেকে পাঠানো প্রতিবেদনে ওই দুই জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। গত ১৪ এপ্রিল প্রবাসীর স্ত্রীর করোনা সংক্রমণ ধরা পড়ে। এ নিয়ে নাসিরনগর চার জন করোনায় আক্রান্ত হয়েছেন।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. অভিজিৎ রায় জানান, করোনার মারা যাওয়ার ব্যক্তির পিতা, মাতা, ভাই, স্ত্রী ও সন্তানের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। গত মঙ্গলবার তার স্ত্রীর ও বৃহস্পতিবার তার মেয়ে ও ছোট ভাইয়ের পরীক্ষার রিপোর্ট আসে পজেটিভ। তারাও করোনা ভাইরাসে আক্রান্ত। করোনা আক্রান্তদেরকে প্রয়োজনীয় চিকিৎসা প্রদানের জন্য জেলা সদরে পাঠানোর প্রস্তুতি চলছে। বর্তমানে মৃত প্রবাসীর স্ত্রী ঢাকায় আইসোলেশনে রয়েছেন।

Scroll to Top