সিঙ্গাপুরে একদিনে করোনা আক্রান্ত ৪৪৭জন, ২৫৬ জনই বাংলাদেশি

সিঙ্গাপুরে বুধবার ৪৪৭ জনের দেহে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত করা হয়েছে। যার মধ্যে ২৫৬ জনই প্রবাসী বাংলাদেশি। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

সিঙ্গাপুরে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্তের সংখ্যা ৩ হাজার ৬৯৯ জন। আক্রান্তদের মধ্যে ১০ জন মারা গেছে; সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৫২ জন।

সর্বশেষ হিসাব অনুযায়ী, বুধবার আক্রান্তদের মধ্যে ২৫৬ অর্থাৎ মোট আক্রান্তের ৫৭ শতাংশই প্রবাসী বাংলাদেশি। দেশটিতে করোনায় মোট ১ হাজার ৩০৫ জন প্রাবসী বাংলাদেশি আক্রান্ত হয়েছেন।

বুধবার মন্ত্রণালয় জানিয়েছে, আক্রান্ত বাংলাদেশিদের মধ্যে এক জন ছাড়া সবাই শ্রমিক। আক্রান্তদের একটি বড় অংশ সুঙ্গেই টেঙ্গাহ লজে থাকতেন। এর আগে এই ডরমেটরিতে থাকা বিপুল সংখ্যক বাংলাদেশি করোনায় আক্রান্ত হননি। এছাড়া গত ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে শ্রমিকদের জন্য নির্ধারিত আবাসিক ভবন এস১১ ডরমেটরিসহ বেশ কয়েকটি ডরমেটরিতে থাকা শ্রমিকরা রয়েছেন।