ব্রিটেনে গত ২৪ ঘণ্টায় প্রাণঘাতী করোনায় আরও ৩৬০ জনের মৃত্যু

ব্রিটেনে আরও কমে এসেছে করোনাভাইরাসে মৃতের সংখ্যা। গত এক মাসের মধ্যে সর্বনিম্ন মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ডিপার্টমেন্ট অব হেলথ অ্যান্ড স্যোশাল কেয়ার। গত ২৪ ঘণ্টায় (সোমবার বিকাল ৫টা পর্যন্ত) মৃত্যু হয়েছে ৩৬০ জনের।

এর আগে গতকাল মৃত্যু হয়েছিল ৪১৩ জনের। মোট মৃতের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ২১০৯২ জন। এর আগে সর্বনিম্ন মৃত্যু হয়েছিল ৩০ মার্চ ১৮০ জন।

এই মৃত্যুর পরিসংখ্যান শুধু যারা হাসপাতালে মৃত্যুবরণ করেছেন। ধারণা করা হচ্ছে বাড়ি ঘরে এবং কেয়ার হাউজে আরও ৭ হাজার মানুষের মৃত্যু হয়েছে। এদিকে, করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছে তা জানা যায়নি। গতকাল রবিবার আক্রান্ত হয়েছিলেন ৪৪৬৩ জন। শনিবার আক্রান্ত হয়েছিলেন ৪৯১৩, শুক্রবার আক্রান্ত হয়েছিলেন ৫৩৮৬।

বিবিসি জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ব্রিটেনের ইংল্যান্ডে মৃত্যুবরণ করেছেন ৩২৯ জন, স্কটল্যান্ডে মৃত্যুবরণ করেছেন ১৩, ওয়েলসে ৮ জন এবং উত্তর আয়ারল্যান্ডে নতুন করে ১০ মৃত্যুর খবর প্রকাশ করেছে। এই হিসেবে দেখা যায় মৃত্যুবরণ করেছেন ৩৬০ জন।

Scroll to Top