করোনা: অর্থনৈতিক মন্দার মুখে জাপান, জিডিপি নেমে গেল ৩ শতাংশে

২০১৫ সালের পর জাপান এই প্রথম মন্দার মুখে পড়েছে এশিয়ার অন্যতম ধনী রাষ্ট্র জাপান।

প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ দেশটির ব্যবসা ও ভোক্তাদের মধ্যে ভয়াবহ প্রভাব ফেলেছে। এর ফলে বছরের প্রথম তিন মাসে জাপানের জিডিপি সংকুচিত হয়ে ৩.৪ শতাংশে নেমে গেছে, যা ২০১৯ সালের শেষ কোয়ার্টারে ছিল ৬.৪ শতাংশ।

বিশেষজ্ঞরা বলছেন, ভবিষ্যৎ এখন পর্যন্ত খুব ইতিবাচক দেখা যাচ্ছে না।

করোনার প্রকোপ মোকাবেলা জাপান পুরোপুরি লকডাউনের পথে হাঁটেনি। তবে এপ্রিলে জরুরি অবস্থা জারি করা হয় সেখানে। এর ফলে দেশটির সরবরাহ কার্যক্রম ও ব্যবসা-বাণিজ্যে ব্যাপক প্রভাব পড়ে।
: বিবিসি

Scroll to Top