পটিয়ায় অগ্নিকান্ডে ১১ বসতঘর পুড়ে ছাই

চট্রগ্রামের পটিয়া উপজেলার কোলাগাও ইউনিয়নে এক অগ্নিকান্ডে ১১ বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। আজ সোমবার (৭ সেপ্টেম্বর) সকাল ১১ টায় ইউনিয়নের উত্তর পাড়ায় রান্না ঘরের চুলা থেকে এ অগ্নিকান্ডের সূত্রপাত হয়।

জানা যায়, সকাল ১১টায় উপজেলার কোলাগাও ইউনিয়নের ২ নং ওয়ার্ডের উত্তর পাড়া বলির বাড়ির খায়ের আহমদ, মোং মুলণ্ঢুক, মোং তাজু, মোং আবুল হাসেম, মোং জাহাংগীর , জানে আলম, মোং জুসো, মোং জসিম, আলোমা খাতুন, মো: তোফায়েল ও মোং শাহ আলমেরর বসত ঘর সম্পূর্ণ রুপে পুড়ে যায়। খবর পেয়ে পটিয়া ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে সব শেষ হয়ে যায় বলে জানান অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ আলোমা খাতুন।

কোলাগাও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বদিউল আলম তুষার জানান, সকাল ১১ টায় এ অগ্নিকান্ডের সূত্রপাত হয়। বর্তমানে সব কিছু পুড়ে যাওয়ায় ১১ টি পরিবার খোলা আকাশের নিচে বসবাস করছে। এ আগুনে প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

পটিয়া ফায়ার সার্ভিসের টিম লিডার দীপক কুমার দাশ জানান, খবর পেয়েই আমরা অগ্নিকান্ড স্থলে ছুটে যাই এবং আগুন নিয়ন্ত্রণে আনি।

Scroll to Top