রাজধানীতে ফের ‘ব্লু হোয়েল’ খেলে যুবকের আত্মহত্যা!

রাজধানীর মিরপুরের কাজিপাড়ায় ‘ব্লু হোয়েল’ গেম খেলে মো. সায়েম নামে এক যুবকের মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে। সোমবার রাত সাড়ে ৯ টার দিকে এ ঘটনা ঘটেছে। মিরপুর থানার ওসি, তদন্ত মো. মিজানুর রহমান এ তথ্য জানিয়েছেন।

তিনি আরো জানান, ওই যুবকের পরিবার ও স্থানীয়দের দাবী সায়েম ইন্টারনেটে ‘ব্লু হোয়েল’ গেম খেলে আত্মহত্যা করছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে। সে গলায় ওড়না প্যাঁচিয়ে সিলিং ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যা করেছে।

লাশের সুরতাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হবে। মিজানুর রহমান জানান, সায়েম তার বাবার সাথে ফুটপাতে চা বিক্রি করতো।

ঘটনাস্থল থেকে এক প্রতিবেশীর তোলা ছবিতে দেখা গেছে আত্মহত্যা করা যুবকের হাতে ‘ব্লু হোয়েলের’ ছবি আঁকা রয়েছে।

উল্লেখ্য, সম্প্রতি বাংলাদেশে ব্লু হোয়েল নিয়ে বেশ আলোচনা চলছে। গত বৃহস্পতিবার রাজধানীর সেন্ট্রাল রোডে অপূর্বা বর্ধন স্বর্ণা নামের এক স্কুল শিক্ষার্থী গেমসটি খেলে আত্মহত্যা করে- এমন খবর ছড়িয়ে পড়ার পরই বিষয়টি আলোচনায় আসে।

এর আগে মঙ্গলবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। ওই শিক্ষার্থী ব্লু হোয়েলে আসক্ত এমন খবর পাওয়ার পরই পুলিশ তাকে সংশোধনের জন্য তাদের হেফাজতে নেয়।

বাংলাদেশ সময়: ১১১৮ ঘণ্টা, ১৭ অক্টোবর ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/এসএফ

Scroll to Top