সামিয়া সুলুহু হাসান হলেন তানজানিয়ার প্রথম নারী প্রেসিডেন্ট

তানজানিয়ার প্রেসিডেন্ট জন মাগুফুলির হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর পর ভাইস প্রেসিডেন্ট সামিয়া হাসান প্রেসিডেন্টের দায়িত্ব নিয়েছেন। এর মধ্য দিয়ে সামিয়া সুলুহু হাসান হলেন তানজানিয়ার প্রথম নারী প্রেসিডেন্ট। গতকাল শুক্রবার তিনি প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেছেন।

জানা গেছে, ৬১ বছর বয়সী সামিয়া হাসান দারুসসালামে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন। এসময় তিনি তানজানিয়ার সংবিধান সততার সঙ্গে সমুন্নত রাখবেন বলে প্রতিশ্রুতি দেন। উচ্চপদস্থ কর্মকর্তারা শপথ অনুষ্ঠানে উপস্থিত থেকে সামিয়াকে অভিনন্দন জানিয়েছেন।

উল্লেখ্য, তানজানিয়ার প্রয়াত প্রেসিডেন্ট জন মাগুফুলির দ্বিতীয় দফায় ক্ষমতায় থাকার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল ২০২৫ সালে। সামিয়া সুলুহু হাসান দায়িত্ব পালন করবেন সেই সময় পর্যন্ত। মাগুফুলি ও সামিয়া ২০২০ সালের অক্টোবর মাসে অনুষ্ঠিত নির্বাচনে পুনর্নির্বাচিত হন।

Scroll to Top