দেশের খোলাবাজারে ডলারের সংকট ও দামের রেকর্ড

খোলাবাজারে একদিনের ব্যবধানে ডলারের দাম বেড়েছে রেকর্ড ছয় থেকে আট টাকা পর্যন্ত। আজ মঙ্গলবার (২৬ জুলাই) এক ডলার বিক্রি হচ্ছে ১১১ থেকে ১১২ টাকায়। এর আগে কখনও ডলারের দাম এতো বেশি উঠেনি। আগের দিন সোমবারও খোলা বাজারে এক ডলারের দাম ছিল ১০৪ থেকে ১০৬ টাকা। বাড়তি দামেও ডলার খোলা বাজারে চাহিদামতো মিলছে না। অর্থাৎ দাম বাড়ার পরও খোলা বাজারে দেখা গেছে ডলারের সংকট।

আজ মঙ্গলবার (২৬ জুলাই) রাজধানীর মতিঝিল ও পল্টন এলাকার বিভিন্ন মানি এক্সচেঞ্জার ঘুরে এমন তথ্য জানা গেছে।

কার্ব মার্কেটের ব্যবসায়ীরা বলছেন, খোলা বাজারে তীব্র সংকট রয়েছে ডলারের। ব্যাংকের মতো খোলাবাজারেও ডলারের সংকট দেখা দিয়েছে। প্রবাসীদের দেশে আসা কমেছে, বিদেশি পর্যটকরাও কম আসছেন। এ কারণে ডলারের সরবরাহ কম।

সংশ্লিষ্টরা জানান, খোলাবাজার থেকে যে কেউ ডলার কিনতে পারেন। ব্যাংক থেকে কিনতে পাসপোর্ট এনডোর্সমেন্ট করতে হয়। যে কারণে অনেকে এখন খোলাবাজার থেকে ডলার কিনে শেয়ারবাজারের মতো বিনিয়োগ করছেন, যা অবৈধ।

Scroll to Top