ঢাকার মাদ্রাসায় নতুন পড়তে এসে হারিয়ে যাওয়া শান্ত ওর বাবার সাথে ফিরে যায় নিজ গন্তব্যে। যাওয়ার আগে সূরা হাশর পাঠ করে শুনিয়ে গেলো!
আমাদের এখানে মোট ২৮ ঘন্টারও বেশি সময় কেটেছে শান্ত\’র! আমি অবশ্য ওকে বলেছি \” শান্ত কেন অশান্ত\” কোনোমতেই হওয়া যাবে না!
ওকে জিজ্ঞেস করলাম পুলিশ কেমন? বললো অনেক ভালো।
শান্ত\’র মত একই ধ্বনি সকল মহৎ আত্মার কন্ঠেই আসবে- এই হোক আগামীর প্রত্যাশা…..ধন্যবাদ আমাদের পুরো টিমকে।
লেখক: সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (ডেমরা জোন)
(লেখকের ফেসবুক পেজ থেকে সংগৃহীত)
বাংলাদেশ সময়: ১০৪২ ঘণ্টা, ০২ নভেম্বর ২০১৭





