আবারো ভেসে উঠেছে রাঙামাটির ঝুলন্ত সেতু

পানির ওপর আবারো ভেসে উঠেছে রাঙামাটির ঝুলন্ত সেতু। কাপ্তাই হৃদের পানি বাড়ায় মাস দেড়েকের বেশি ডুবে ছিল এটি। এখানে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞাও তুলে নিয়েছে কর্তৃপক্ষ।

হ্রদ, পাহাড় ও ঝর্নার মেওলবন্ধন রাঙ্গামাটিতে। নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করতে প্রতিবছর দেশে-বিদেশের কয়েক লাখ পর্যটক আসেন এখানে। রাঙ্গামাটিতে পর্যটকদের পছন্দের তালিকার শুরুর দিকেই থাকে ঝুলন্ত সেতু। প্রতি বছর বর্ষা মৌসুমে রাঙ্গামাটিতে অতিবৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদে পানি বাড়ে। ডুবে যায় সেতুটি। এবার দেড় মাস পর আবারো পর্যটকদের জন্য খুলে দেয়া হয়েছে এই সেতু।

সেতু ডুবে থাকায় পর্যটক আনাগোনা কমে যায়। ব্যবসাও মন্দা যায় বোট ইজাদারদের। এখন ক্ষতি পুষিয়ে নিতে চান তারা। দীর্ঘদিন ডুবে থাকা সেতুটি মেরামত করে পর্যটকদের জন্য খুলে দেয়া হয়েছে। শীত মৌসুমে পর্যটকদের পদচারণায় রাঙ্গামাটি আবারো মুখর হবে, এমনটাই আশা পর্যটন সংশ্লিষ্টদের।

Scroll to Top