সেনেগালে আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের রায়হান

সেনেগালের রাজধানী ডাকারে অনুষ্ঠিত ১১ তম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা ২০২৪ এর আসরে বাংলাদেশের প্রতিযোগী হাফেজ আবু রায়হান ১ম স্থান অর্জন করেছে। এতে অংশ নিয়েছিল বিশ্বের ২৮টি দেশের প্রতিযোগী। গতকাল রোববার (৭ এপ্রিল) স্থানীয় সময় রাত ১০টায় এর চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়।

আজ সোমবার স্থানীয় সময় ভোর ৬টায় সেনেগালের কাওলা শহরে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

হাফেজ ক্বারি আবু রায়হান নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার হাইজাদী ইউনিয়নের উদয়দী গ্রামে শহিদুল্লাহ ও শিউলী বেগমের ছেলে। তিনি উপজেলার হাইজাদীতে অবস্থিত আর রায়জান ইন্টারন্যাশনাল মাদরাসার ছাত্র।

সেনেগালে থেকে মুঠাফোনে তার ওস্তাদ মুফতি আব্দুল কাইয়ুম জানান, ‘৩০ দেশকে পিছনে ফেলে ক্বারি আবু রায়হান বিশ্বজয় করতে সক্ষম হয়েছেন। পুরষ্কার হিসেবে তিনি পেয়েছেন ১০ হাজার মিলিয়ন ফ্রান্ক বা ১৬ হাজার ৬০০ মার্কিন ডলার। যা বাংলাদেশে টাকায় ১৯ লাখ টাকা।’

এর আগে ২০১৮ সালে অনুষ্ঠিত কাতারে হিফজুল কোরআন প্রতিযোগিতায় তিনি প্রথম স্থান অর্জন করেছিলেন।

আড়াইহাজারের কৃতিসন্তান হাফেজ ক্বারি আবু রায়হান দেশের সুনাম দেশের বাহিরে বৃদ্ধি করায় স্থানীয় সংসদ সদস্য হুইপ নজরুল ইসলাম বাবু তাকে অভিনন্দন জানান। এছাড়াও আড়াইহাজার থানা প্রেসক্লাব সভাপতি মাসুম বিল্লাহ অভিনন্দন জানান।

Scroll to Top