নৌ‌কা প্রতীক বাদ দেয়ার দাবি এনসিপির, ইসিতে বৈঠক

নিবন্ধন স্থগিতের পরেও নির্বাচনী প্রতীকের তালিকায় নৌকা থেকে যাওয়ার ঘটনায় প্রতিবাদ জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

গতকাল রোববার (১৩ জুলাই) দুপুরে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে হওয়া বৈঠকে দলটির পক্ষ থেকে নৌকা প্রতীক বাদ দেয়ার দাবি জানানো হয়।

বৈঠক শেষে ব্রিফিংয়ে এনসিপি নেতা আইনজীবী অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা তিনি বলেন, আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত থাকা অবস্থায় নৌকাকে তালিকা থেকে বাদ দেয়া হয়নি। আমরা এ বিষয়টি ইসির নজরে এনেছি। আইনগতভাবে নৌকাকে প্রতীক তালিকায় রাখতে পারে না ইসি।

অভ্যুত্থানের শরিক বিভিন্ন পক্ষের দাবিতে সরকার আওয়ামী লীগের সব ধরনের কার্যক্রমে নিষেধাজ্ঞা জারির পর দলটির নিবন্ধন স্থগিত করে ইসি।

যতক্ষণ আওয়ামী লীগের বিষয়ে সরকারের অন্য কোনো সিদ্ধান্ত বা আদালতের কোনো নির্দেশনা না আসবে, ততক্ষণ পর্যন্ত নৌকা প্রতীক তালিকায় রাখা যাবে না বলে দাবি করেন এনসিপি নেতা মুসা।

এদিকে ব্রিফিংয়ে প্রতীক হিসেবে শাপলা না দিলে রাজনৈতিকভাবে মোকাবিলা করার হুঁশিয়ারি দিয়েছেন এনসিপি মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

পাটওয়ারী বলেন, শাপলার কোনো বিকল্প নাই। অইনগতভাবে শাপলা প্রতীক দিতে কোনো বাধা নেই। যদি বাধা দেয়া হয়, সেটা আমরা রাজনৈতিকভাবে মোকাবিলা করবো।

এ সময় নির্বাচনের আগে ইসির পুনর্গঠনের দাবি জানিয়ে তিনি বলেন, ইসি পুনর্গঠন করতে হবে। পাশাপাশি আইনও পরিবর্তন প্রয়োজন। ইসিতে যারা ভালো কাজের পরিচয় দিয়েছেন তাদের রাখা যেতে পারে।

Scroll to Top