২৭ সেপ্টেম্বর পর্যন্ত রেমিট্যান্স প্রবাহে ১১.৮ শতাংশ প্রবৃদ্ধি

২৭ সেপ্টেম্বর পর্যন্ত রেমিট্যান্স প্রবাহে ১১.৮ শতাংশ প্রবৃদ্ধি

সেপ্টেম্বরের প্রথম ২৭ দিনে রেমিট্যান্স প্রবাহে বছরওয়ারি ভিত্তিতে ১১.৮ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের (বিবি) আজ প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী, এ সময়ে মোট রেমিট্যান্স প্রবাহ দাঁড়িয়েছে ২ হাজার ৩৪২ মিলিয়ন মার্কিন ডলারে।

এটি গত বছরের একই সময়ের তুলনায় একটি উল্লেখযোগ্য বৃদ্ধি; তখন রেমিট্যান্স প্রবাহ ছিল ২ হাজার ৯৪ মিলিয়ন ডলার।

চলতি অর্থবছরের সামগ্রিক তথ্যেও এ প্রবৃদ্ধির ধারা প্রতিফলিত হয়েছে। ২০২৫ সালের জুলাই থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত প্রবাসীরা মোট ৭ হাজার ২৪২ মিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন।

এটি গত অর্থবছরের একই সময়ের ৬ হাজার ২৩২ মিলিয়ন ডলারের তুলনায় বেশি।

Scroll to Top