প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিলেন সাকিব

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ দলের খেলা থাকলে প্রায়ই স্টেডিয়ামে ছুটে আসেন। আজও তিনি গিয়েছিলেন মিরপুর স্টেডিয়ামে। মাঠে বসেই উপভোগ করলেন টাইগারদের জয়। ম্যাচ শেষে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিলেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান।

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে সাকিব আল হাসান বলেছেন, ‘প্রধানমন্ত্রী সবসময় আমাদের পাশে থাকেন। আমাদের অনুপ্রেরণা দেন। খোঁজ খবর রাখেন। আজও তিনি মাঠে এসেছেন। আমাদের প্রেরণা যুগিয়েছেন। আমরা তাকে ধন্যবাদ জানাই। গতকাল তিনি আসতে চেয়েছিলেন। কিন্তু ব্যস্ততার কারণে পারেননি’।

বুধবার মিরপুর টেস্টের চতুর্থদিন অজিদের বিপক্ষে ২০ রানের জয় পেয়েছে টাইগাররা। এই ম্যাচে বাংলাদেশের জয়ের নায়ক সাকিব আল হাসান। দুই ইনিংস মিলিয়ে তিনি ১০টি উইকেট নিয়েছেন। প্রথম ইনিংসে ব্যাট হাতে করেছিলেন ৮৪ রান। ফলে, তিনি পেয়েছেন ম্যাচ সেরার পুরস্কার।

আজ শেষ হয়েছে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। এই ম্যাচে জয় তুলে নিয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল টাইগাররা। আগামী ৪ সেপ্টেম্বর চট্টগ্রামে শুরু হবে সিরিজের দ্বিতীয় তথা শেষ ম্যাচ।

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, ৩০ আগস্ট ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/এসএফ

Scroll to Top