‘শুধু আল্লাহর নাম নিচ্ছিলাম, যেন সন্তানদের নিয়ে নেমে আসতে পারি’

‘মাঝ রাতে হঠাৎ ধুমধাম শব্দ ও ভবনে আগুন দেখি। প্রথমে মনে করেছিলাম শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে, পরে শুনি জঙ্গি ধরতে অভিযান চালাচ্ছে র‌্যাব।’

কথাগুলো বলছিলেন রাজধানীর মিরপুরের দারুস সালামে জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা ছয়তলা ভবনের তৃতীয়তলা থেকে উদ্ধার হওয়া বাসিন্দা গুলশানা হক।

মঙ্গলবার দুপুরে তিনি সাংবাদিকদের বলেন,‘ আমরা এই বাড়িতে ৮ মাস ধরে ভাড়া থাকি। ভবনে আব্দুল্লাহ নামে যে একজন থাকতো এবং ছাদে কবুতর পালতো তা জানতাম। তবে তাকে কখনো দেখিনি। রাতে যখন হঠাৎ ধুমধাম শব্দ শুনছিলাম তখন অনেক ভয়ে ও আতংকে ছিলাম। শুধু আল্লাহর নাম নিয়েছিলাম, যেনো সন্তানদের নিয়ে বেঁচে নেমে আসতে পারি। এ রকম গোলাগুলি ও বোমার শব্দ এর আগে শুনিনি।’

চোখে মুখে আতংকের ছাপ মাখা গুলশানা হক আরও বলেন, ‘ভোর পর্যন্ত আতংকে থাকার পরে র‌্যাব যখন নামিয়ে এনে একটি স্কুলে আমাদের রাখে তখন স্বস্তির নিঃশ্বাস ফেলেছি।’

এদিকে ওই আস্তানার ভেতরে জঙ্গি আব্দুল্লাহ ছাড়াও তার দুই স্ত্রী, দুই সন্তান ও দুই সহযোগী রয়েছে বলে জানিয়েছেন র‌্যাবের ডিজি বেনজীর আহমেদ।

তিনি আরো বলেন, ভেতরে বিপুল পরিমাণ এসিড, পেট্রোল ও ৫০টি আইডি রয়েছে। জঙ্গির কাছে পিস্তল থাকার কথাও বলেন তিনি।

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, ৫ সেপ্টেম্বর, ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/পিকে

Scroll to Top