টিকিটে ছাড়াই এক হাজার যাত্রীর ট্রেন যাত্রা!

টিকিট না কেটেই ট্রেনে ১৬১ কিলোমিটার সফর করলেন প্রায় এক হাজার যাত্রী। সে সব জেনেশুনেও কোনও চেকার তাদের বাধা দিলেন না। জরিমানাও করা হল না কোনও যাত্রীর।
.
বুধবার ভোর সাড়ে ৫টা নাগাদ ঘটনাটি ঘটেছে ভারতের তামিলনাড়ুর রামেশ্বরম স্টেশনে। রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, রামেশ্বরম স্টেশনে ওই সময় টিকিট কাউন্টারে যার ডিউটিতে থাকার কথা ছিল, তিনি আসেননি। এই সময় রামেশ্বরম থেকে মাদুরাই পর্যন্ত যাত্রীদের চাপ অনেকটাই থাকে।

স্টেশনের এক কর্মচারী জানিয়েছেন, রামেশ্বরম-মাদুরাই প্যাসেঞ্জার ট্রেন ছাড়ার আগের মুহূর্ত পর্যন্ত টিকিট কাউন্টারে কেউ ছিলেন না। ফলে বেশ কিছুক্ষণ অপেক্ষার পর বিনা টিকিটে ট্রেনে চড়তে বাধ্য হন প্রায় এক হাজার যাত্রী।

আনন্দবাজারের খবরে বলা হয়েছে, এ বিষয়ে ইতিমধ্যেই মাদুরাইয়ের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজারের কাছে একটি অভিযোগ জমা পড়েছে। তবে রেলমন্ত্রীর পক্ষ থেকে কী পদক্ষেপ নেওয়া হবে, তা এখনও জানা যায়নি।

বাংলাদেশ সময়: ১৪৩৬ ঘণ্টা, ০২ নভেম্বর ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/সাদ