গণেশের মাংস খাওয়া বিজ্ঞাপনের প্রতিবাদ গোটা ভারতের

গণেশের ভেড়ার মাংস খাওয়া নিয়ে তৈরিকৃত বিজ্ঞাপনের প্রতিবাদ জানিয়েছে ভারত। বিজ্ঞাপনটি তৈরি করেছে অষ্ট্রেলিয়ার একটি বিজ্ঞাপনী সংস্থা। মোববাতি নিয়ে তৈরি করা ওই বিজ্ঞাপনে গণেশকে ভেড়ার মাংস খাওয়ার দৃশ্যে দেখা গেছে।

ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হওয়ার পর থেকে সমালোচনার ঝড় বইছে। অষ্ট্রেলিয়ায় বসবাসরত হিন্দু ধর্মাবলম্বীদের মাঝে অসন্তোষেরও জন্ম দিয়েছে।

এমন বিজ্ঞাপন তৈরি করে তার ভিডিও প্রকাশের পর অস্ট্রেলিয়ার ভারতীয় হাই কমিশন কূটনৈতিক প্রতিবাদ জানিয়েছে।

প্রতিবাদে বলা হয়, এ ধরনের বিজ্ঞাপন তৈরির মাধ্যমে সনাতন ধর্মীয় অনুভূতিতে আঘাত করা হয়েছে। সেই সঙ্গে বিজ্ঞাপনটির ভিডিও দ্রুত সরিয়ে নিতেও বলা হয়েছে।

এদিকে সনাতন ধর্মের অনুসারীরা বলছেন, গণেশ কখনোই মাংস খেতেন না। তারপরও বিষয়টি উত্থাপন করায় দৃষ্টিকটুর সঙ্গে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার মতো অপরাধ করা হয়েছে। শুধু তাই নয়, অন্যান্য ধর্মের প্রতিও অবজ্ঞা পোষণ করা হয়েছে ওই বিজ্ঞাপনের মাধ্যমে।

বিজ্ঞাপনের ভিডিওতে দেখা যায়, যিশু খিষ্ট্র, গণেশ ও বৌদ্ধসহ কয়েকজনকে ধর্মীয় দেবতা একটি সভায় একত্রিত হতে দেখা যায়। ভিডিওর এক পর্যায়ে গণেশকে ভেড়ার মাংস খেতেও দেখা গেছে।

তবে ওই বিজ্ঞাপণী সংস্থা জানিয়েছে, তারা কোন ধর্মের প্রতি আঘাত হানার জন্য এ ধরনের বিজ্ঞাপন তৈরি করেননি।

বাংলাদেশ সময় : ১৪১৪ ঘণ্টা, ১১ সেপ্টেম্বর, ২০১৭,
লেটেস্টবিডিনিউজ.কম/এ