লিফটের নিচ থেকে শেবাচিম হাসপাতালের সহকারী অধ্যাপক আজাদের লাশ উদ্ধার

আজ বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালের সহকারী অধ্যাপক এম এ আজাদ সজলের মর‌দেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে নগরীর কালীবা‌ড়ি রো‌ডের মমতা স্পেশালাইজড হাসপাতা‌লের লিফ‌টের নি‌চ থে‌কে মর‌দেহটি উদ্ধার ক‌র করা হয়।

বরিশাল কোতয়ালি মডেল থানার এসি মো. রাসেল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন জানান, ডা. আজাদের গ্রামের বাড়ি পিরোজপুরের স্বরুপকাঠিতে। আর তার পরিবার ঢাকায় থাকেন। শেবাচিম হাসপাতা‌লে চাকরির সুবাদে তিনি বরিশালেই থাকতেন। প্রাইভেট প্রাকটিসের পাশাপাশি মমতা স্পেশালাইজড হাসপাতালের সাততলার একটি কক্ষে (ডরমিটরিতে) থাকতেন তিনি।

তিনি জানান, সোমবার (২৭ এপ্রিল) দিনগত রাত থেকে ডা. আজাদের সন্ধান পাওয়া যাচ্ছিলো না। অনেক খোঁজাখুঁজির পর সকালে মমতা স্পেশালাইজড হাসপাতালের লিফটের নিচে তার মরদেহ পড়ে থাকতে দেখা যায়।

ডা. আজাদকে দিন-রাত যখনই রোগীদের প্রয়োজনে তাকে যখনই ডাকা হতো তখনই পাওয়া যেতো। আজাদের মৃত্যু খুবই দুঃখজনক বলেও জানান শেবাচিম হাসপাতালের পরিচালক ডা. বাকির।