করোনা: চমেক হাসপাতালে আক্রান্তদের চিকিৎসা শুরু

শুরু হয়েছে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসাসেবা দেওয়ার কার্যক্রম।বৃহস্পতিবার (২১ মে) পর্যবেক্ষন ও আইসোলেশন ইউনিট মিলিয়ে ১০০ শয্যা বিশিষ্ট আলাদা একটি ব্লকে করোনা রোগীদের চিকিৎসাসেবা দেওয়ার এই কার্যক্রম শুরু হয় বলে জানিয়েছেন হাসপাতালের সহকারী পরিচালক ডা. আফতাবুল ইসলাম।

তিনি বলেন, চট্টগ্রামে করোনা রোগী বৃদ্ধি পাওয়ায় চমেক হাসপাতালে আজ থেকে করোনা রোগীর চিকিৎসায় ওয়ার্ড চালু করা হয়েছে।

সিটি মেয়র, বিভাগীয় কমিশনার, বিভাগীয় স্বাস্থ্য পরিচালক, সিভিল সার্জনসহ বিএমএ নেতাদের উপস্থিতিতে এই ওয়ার্ডের উদ্বোধন করা হয়।

তিনি আরও বলেন, চট্টগ্রামে ক্রমান্বয়ে রোগী বাড়তে থাকায় হাসপাতাল কর্তৃপক্ষ স্বাস্থ্য অধিদফতরে করোনা রোগীর চিকিৎসায় অনুমতি চেয়ে আবেদন করেন। পরে অধিদফতর থেকে অনুমতি দেওয়া হয়।

এর আগে চট্টগ্রাম জেনারেল হাসপাতলে ১০০ শয্যা, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ৩০ শয্যা নিয়ে শুরু হয় চট্টগ্রামে করোনা রোগীর চিকিৎসা।

পরে সলীমপুরে বেসরকারি উদ্যোগে আরও ৪০ শয্যার ফিল্ড হাসপাতাল গড়ে তোলা হয়।

কিন্তু প্রতিদিন করোনা রোগী বাড়তে থাকায় নতুন করে যুক্ত হলো চমেক হাসপাতাল। এছাড়া একই দিন (বৃহস্পতিবার) হলি ক্রিসেন্ট হাসপাতালও করোনার চিকিৎসায় চালু হওয়ার কথা রয়েছে।