খাগড়াছড়ির একমাত্র করোনামুক্ত উপজেলা পানছড়ি

গোটা দেশেই মহামারী করোনার প্রভাবে বিরাজ করছে অস্থিতিশীল পরিবেশ। তার মধ্যেই দেশের খাগড়াছড়ি জেলার একমাত্র করোনামুক্ত উপজেলার নাম পানছড়ি। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অনুতোষ চাকমা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আজ ১৮ আগস্ট মঙ্গলবার সকাল ১০টায় করোনা রোগীর নিজ বাড়ি গিয়ে সুস্থতার সনদ প্রদানের মধ্যে দিয়ে পানছড়ি করোনামুক্ত হয়েছে।

করোনা কন্ট্রোল রুমের দায়িত্বে থাকা মেডিক্যাল অফিসার ডা. রিপল বাপ্পি চাকমা ও স্যানিটারি ইন্সপেক্টর তৎজিম চাকমা ইসলামপুর এলাকায় গিয়ে এ সনদ প্রদান করেন।

পানছড়ি স্বাস্থ্য কমপ্লেক্স সুত্রে জানা যায়, এ পর্যন্ত ২৯৬ জনের উপসর্গ সংগ্রহ করা হয়। যার মাঝে পজিটিভ এসেছিল ২৭ জনের। এর আগে আনুষ্ঠানিকভাবে ২৬ জনকে সুস্থতার সনদ দেওয়া হয়। সর্বশেষ আজ বাকি একজনকে সুস্থ ঘোষণার মধ্য দিয়ে পানছড়ি আপাতত করোনামুক্ত।

খাগড়াছড়ি জেলা সিভিল সার্জন নূপুর কান্তি দাশ বিষয়টি নিশ্চিত করে জানান, সবাইকে স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে নিয়মিত মাস্ক ব্যবহার করতে হবে। তাছাড়া উপসর্গ না লুকিয়ে ডাক্তারের পরামর্শ নেওয়ার কথা বলেন তিনি।