করোনা: চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে চট্টগ্রামে মোট ৪শ জনের মৃত্যু হলো। এদিন নতুন করে আক্রান্ত হয়েছে ৪১৪ জন। বুধবার (৭ এপ্রিল) বেলা ১১টায় সিভিল সার্জন কার্যালয়ের তথ্যানুযায়ী, কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবসহ চট্টগ্রামে ৭টি ল্যাবে ২ হাজার ৭৫৬টি নমুনা পরীক্ষা করা হয়।

নতুন আক্রান্তদের মধ্যে নগরে ৩৭৩ জন এবং উপজেলায় ৪১ জন। এনিয়ে চট্টগ্রামে মোট করোনা আক্রান্ত হলেন ৪২ হাজার ৭১৫ জন।

এদিকে নগরের লালদীঘির পাড় সিটি করপোরেশন পাবলিক লাইব্রেরি ও দুর্যোগ ব্যবস্থাপনা ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলায় গড়ে তোলা ৫০ শয্যাার আইসোলেশন সেন্টারে শয্যাগুলোর মধ্যে ৩৫টি পুরুষ এবং ১৫টি নারীর জন্য বরাদ্দ রাখা হয়েছে। যারা টিকা নিয়েছেন তাদের ইমিউনিটি তৈরি হয়েছে কিনা সেটা জানতে অ্যান্টিবডি টেস্ট করানোর কথা বলছেন চিকিৎসকরা।