গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ২২০ মৃত্যু, শনাক্তে নতুন রেকর্ড

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২২০ জনের। এই সময়ে করোনা শনাক্ত হয়েছে সর্বোচ্চ ১৩ হাজার ৭৬৮ জনের। আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে গতকাল রোববার করোনায় সর্বোচ্চ ২৩০ জনের মৃত্যু হয়। একই দিন করোনায় সর্বোচ্চ ১১ হাজার ৮৭৪ জন শনাক্ত হয়। আজ এক দিনে করোনা শনাক্তের আগের সব রেকর্ড ভেঙেছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয় ৪৬ হাজার ৪৫ জন। আর পরীক্ষা করা হয়েছে ৪৪ হাজার ৬৭টি নমুনা। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ৩১ দশমিক ২৪ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ২২০ জনের মধ্যে ঢাকা বিভাগে ৬৪ জন, খুলনায় ৫৫, চট্টগ্রামে ৩৭, রাজশাহীতে ২৩, বরিশালে ৪, সিলেটে ৬, রংপুরে ১৮ এবং ময়মনসিংহে ১৩ জন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এখন পর্যন্ত দেশে করোনা শনাক্ত হয়েছে ১০ লাখ ৩৪ হাজার ৯৫৭ জনের। করোনায় মারা গেছেন ১৬ হাজার ৬৩৯ জন। মোট সুস্থ হয়েছেন ৮ লাখ ৮১ জন ৫২১ জন।