কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকান্ডে ১৪ দোকান পুড়ে ছাই

দেশে চলছে মরণঘাতী করনার দাপট এর মধ্যে কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকান্ডের ঘটনায় ১৪টি দোকান এবং একটি বসতঘর পুড়ে গেছে। তবে, এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাতে বালুখালী ৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বি-ব্লকে এ ঘটনা ঘটে।

উখিয়ার ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার এমদাদুল ইসলাম জানান, কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকান্ডের ঘটনায় ১৪টি দোকান এবং একটি বসতঘর পুড়ে গেছে। এখনও পর্যন্ত আগুন লাগার সূত্রপাত জানা যায়নি। তবে স্থানীয়রা বলেছেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগতে পারে। বিষয়টি আমরা খতিয়ে দেখছি। পাশাপাশি ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপনের বিষয়টিও প্রক্রিয়াধীন রয়েছে।