সীতাকুণ্ডে দেড় হাজার ইয়াবাসহ ২ রোহিঙ্গা গ্রেপ্তার

পায়ুপথে করে পাচারের সময় চট্টগ্রামে দেড় হাজার ইয়াবাসহ দুই রোহিঙ্গা যুবককে গ্রেপ্তার করেছে হাইওয়ে পুলিশ। গ্রেপ্তার মো. ইলিয়াছ (১৯) ও ওমর ফয়সাল (১৮) টেকনাফ রোহিঙ্গা শরণার্থী শিবিরের বাসিন্দা। তাদের মধ্যে ইলিয়াছ নিবন্ধিত শরণার্থী, যার কার্ড নম্বর ইউএনএইচসিআর জেড ৩৮৪৯। আর ফয়সাল অনিবন্ধিত বলে জানান হাইওয়ে পুলিশ কর্মকর্তা আহসান হাবীব।

সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি বাসে তল্লাশি করে মঙ্গলবার রাতে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান বারআউলিয়া হাইওয়ে পুলিশের ওসি আহসান হাবীব জানান, ইলিয়াছ ও ফয়সাল টেকনাফ থেকে শ্যামলী পরিবহনের একটি বাসে করে ঢাকা যাচ্ছিলেন। সোনাইছড়ি এলাকায় ওই বাস তল্লাশি করে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ কর্মকর্তা আহসান হাবীব বলেন, তাদের গ্রেপ্তার করে থানায় নিয়ে আসার পর নিজেদের রোহিঙ্গা বলে জানান এবং পায়ুপথে ইয়াবা বহনের কথা স্বীকার করেন।

গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, ২৭ সেপ্টেম্বর ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/এসডিএম