নিজের উইন্ডোজ নয়, অ্যান্ড্রয়েড ব্যবহার করেন বিল গেটস

মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস। উইন্ডোজ এর বদলে তিনি ব্যবহার করেন অ্যান্ড্রয়েড ফোন। বিষয়টি আপনার বিস্ময়ের কারণ হলেও সম্প্রতি ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে এমনটাই বললেন বিল গেটস।

তিনি বলেন, সত্যি কথা বলতে সম্প্রতি আমি অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার শুরু করেছি।

স্মার্টফোনের বাজারে নিজেদের তৈরি অপারেটিং সিস্টেম উইন্ডোজ খুব বেশি প্রভাব ফেলতে পারেনি। যেখানে গুগলের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম বাজার নিয়ন্ত্রণ করছে। যদিও গেটস তার ফোনে অসংখ্য মাইক্রোসফটের অ্যাপ রেখেছেন বলে জানিয়েছেন।

যখন তাকে জিজ্ঞেস করা হয়, তিনি সেকেন্ডারি ফোন হিসেবে কী ব্যবহার করেন। তিনি কী আইফোন ব্যবহার করেন? তখন তিনি উত্তর দেন, না, না, আইফোন নয়।

তবে তিনি এখন ঠিক কোন স্মার্টফোন ব্যবহার করছেন তা জানা যায়নি।

২০১৪ সালে সফটওয়্যার জায়ান্ট নকিয়ার হ্যান্ডসেট ব্যবসা কিনে নিয়েছিল ৭০২ কোটি ডলারে। কিন্তু উইন্ডোজ-চালিত ফোনগুলি ২০১৬ সাল পর্যন্ত বিশ্বব্যাপী স্মার্টফোন বিক্রির এক শতাংশ মাত্র। মাইক্রোসফটের সর্বশেষ অপারেটিং সিস্টেম উইন্ডোজ ১০ ল্যাপটপ, ট্যাবলেট এবং ডেস্কটপ কম্পিউটার ও স্মার্টফোনে চালানো যায়।

বাংলাদেশ সময় : ১৭২০ ঘণ্টা, ২৭ সেপ্টেম্বর, ২০১৭,
লেটেস্টবিডিনিউজ.কম/এ