বাংলাদেশের স্পিনে ভয় খাজার

স্পেশালিষ্ট ব্যাটসম্যান হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারলেও স্পিন বোলিংয়ের বিপক্ষে বরাবরই নড়বড়ে অস্ট্রেলীয় ব্যাটসম্যান উসমান খাজা। বিশেষ করে উপমহাদেশের কন্ডিশনে। স্পিনে অনভ্যস্ত যে কারও জন্যই উপমহাদেশে অফ-ফর্মে ভোগা স্বাভাবিক বলে মনে করেন খাজা।

উপমহাদেশে তার পরিসংখ্যান ভালো না হলেও এখানে নিজেকে নতুন করে প্রমাণের কিছু আছে বলে মনে করেন না তিনি। খাজা বলেন, ‘নিজেকে প্রমাণ করার কথা ভাবি না আমি। আমি কেবল নিজেকে নিয়ে ভাবি না। হ্যাঁ, সাইডলাইনে বসে থাকাটা খুবই কষ্টদায়ক। তবে এও ভালো যে এমনটা ঘটছে এখন, আট বছর আগের সময়টায় নয়।’

উপমহাদেশে তার নড়বড়ে পারফরমেন্স যে হতাশার, খাজা অকপটে স্বীকার করে নিয়েছেন সেটি। তবে তার মতে, শুধু তিনিই নন, যেকোনো অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানের জন্যই এমন পরিবেশে ভালো করা কঠিন, ‘এটা হতাশার, তবে এটাও ঠিক আমি স্পিন সহায়ক পিচে খেলার সুযোগ পাইনি তেমন। যে কোনো অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানের জন্যই এমন কন্ডিশনে খেলাটা কঠিন। কারণ এতে অভ্যস্ত নই আমরা।’

বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, ২৩ আগস্ট ২০১৭,

লেটেস্টবিডিনিউজ.কম/এস