মুশফিকই আমার অধিনায়ক: তামিম

মুশফিকের সমলোচনার সূত্রপাত হয়েছিল পচেফস্ট্রুমে টসে জিতে ফিল্ডিং নেওয়াটা। ব্যাটিং পিচে ফিল্ডিং নিয়ে বেশ সমলোচিত হতে হয়েছিল মুশফিককে।

টস জিতে ফিল্ডিংয়ের পাশাপাশি দলের বড় হারের কারণে আবারও অধিনায়ক মুশফিকের ঘাড় চেপে বসে ক্রিকেট বোদ্ধারা।

দ্বিতীয় টেস্টেও টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন মুশফিক, যদিও অনেকের মতে বোলারদের জন্য প্রথম কয়েক ঘণ্টা আদর্শ পিচ এটি। তবে পিচ থেকে কোন সুবিধাই নিতে পারেননি বাংলাদেশের বোলাররা ফলে আবারও সমলোচিত হতে হয় মুশফিককে।

এদিকে, তামিম-সাকিব বিহীন দলকে নেতৃত্ব দেওয়া মোটেও সহজ ছিল না মুশফিকের জন্য। তবে মুশফিকের এমন সময়ে পাশে এসে দাঁড়িয়েছেন তার সহ-অধিনায়ক তামিম ইকবাল। মুশফিকের অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন করা হলে বলেন, অধিনায়ক মুশফিকের প্রতি পুরোপুরি আস্থা রয়েছে তার।

‘এ মুহূর্তে আমার অধিনায়ক মুশফিকুর রহিম। তার প্রতি আমার পূর্ণ সমর্থন আছে। যত দিন না বোর্ড তাকে এই দায়িত্ব থেকে না সরায়, তত দিন এই সমর্থন থাকবে। শুধু আমার নয়, দলের বাকি ২৪ জনের সমর্থনও থাকবে। কারণ সে আমাদের নেতা। ‘

তামিম আরও বলেন করেন, বোর্ড যদি সিদ্ধান্ত নেয় মুশফিক সঠিক লোক নয়, অন্য কাউকে দায়িত্ব দিবে, তাহলে সেটা তখন দেখা যাবে।

টসের সিদ্ধান্ত ভুল বা সঠিক যাই হোক, সেটা মুশফিকের একার সিদ্ধান্ত ছিল না, তবে দোষটাও অধিনায়কের একার নয় বলেই মনে করেন তামিম। বলেন, ‘টসে জিতে ফিল্ডিং করা অবশ্যই দলের সিদ্ধান্ত। এটা কোনো সময় কারো একার হতে পারে না। কোচ, অধিনায়ক, সহ-অধিনায়ক, সবারই মতামত থাকে এতে। আগের টেস্টের চিত্র হয়ত ভিন্ন ছিল, কিন্তু এই (দ্বিতীয়) টেস্টে আমাদের চিন্তা পরিষ্কার ছিল। আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছিলাম যে টসে জিতলে বোলিং নিব।’

কোনোভাবেই অধিনায়ককে দোষ দেওয়া যাবে না জানিয়ে বাংলাদেশ ক্রিকেটে সব ফরম্যাটের হয়ে সর্বোচ্চ রানের মালিক বলেন, ‘অধিনায়ক যে-ই- হোক, দিনশেষে আমরা সবাই তো মানুষ। ভুল হতেই পারে। পচেফস্ট্রুমে বলতে পারেন ভুল সিদ্ধান্ত ছিল। ওখানে আগে ব্যাটিং করলে হয়ত ভালো হতো। তবে আবারও বলছি, সেটি অধিনায়কের একার সিদ্ধান্ত ছিল না। সবাই একমত হয়েই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। মুশফিক যেহেতু অধিনায়ক, তার ঘাড়ে দোষ চাপানো সহজ। দোষটা আসলে আমাদের ২৪-২৫ জনের উপরই আসা উচিত।’

বাংলাদেশ সময়: ১২৩৬ ঘণ্টা, ১০ অক্টোবর ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/সাদ