প্রথম ওয়ানডে খেলতে পারবেন না মোস্তাফিজ

আজ রোববার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে নামছে টাইগাররা। দুটি টেস্ট ও একটি প্রস্তুতি ম্যাচে হেরে ব্যাকফুটে বাংলাদেশ। এমনিতে পারফরম্যান্স নিয়ে চাপে আছে বাংলাদেশ তার ওপর কিম্বার্লিতে প্রথম ওয়ানডের আগেই বাংলাদেশ শিবিরে এল একটি দুঃসংবাদ।

ইনজুরির কারণে ম্যাচটি খেলতে পারবেন না ‘কাটার মাস্টার’ মোস্তাফিজুর রহমান। বাংলাদেশ দলের ম্যানেজার মিনহাজুল আবেদীন নান্নু জানিয়েছেন, মোস্তাফিজ সিরিজের বাকি ম্যাচগুলো খেলতে পারবেন কিনা তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

শনিবার কিম্বার্লিতে ট্রেনিং সেশন শুরুর আগে ফুটবল খেলছিল বাংলাদেশ দল। সেখানেই পায়ের গোড়ালি মচকে যায় বাঁম-হাতি পেসার মোস্তাফিজের।

নান্নু জানিয়েছেন, ‘ট্রেনিংয়ের আগে ওয়ার্মআপের সময় মোস্তাফিজের পায়ের গোড়ালি মচকে গেছে। সে আগামীকাল (রোববার) খেলবে না।’

সিরিজের বাকি ম্যাচগুলোতে মোস্তাফিজের খেলার সম্ভাবনা নিয়ে তিনি বলেছেন, ‘সিরিজের বাকি ম্যাচগুলোতে সে খেলতে পারবে কিনা তা এখনই বলা যাচ্ছে না। এখনও কোনো স্ক্যান করা হয়নি, কেপ টাউনে (পার্লে দ্বিতীয় ওয়ানডে খেলার জন্য) যাওয়ার পর আমরা বিস্তারিত জানতে পারব।’

বাংলাদেশ সময়: ১০২৮ ঘণ্টা, ১৫ অক্টোবর ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/এসডিএম