ওয়ানডেতে ‘ভয়ঙ্কর’ বাংলাদেশ : ডু প্লেসি

প্রোটিয়া দলনেতা ডু প্লেসি বলেন, ‘আমি মনে করি সাদা বলের ক্রিকেটে বাংলাদেশ প্রমাণ করেছে যে তারা নিজেদের দেশের বাইরেও ভালো করতে পারে। সম্প্রতি চ্যাম্পিয়ন্স ট্রফিতে তারা সেমিফাইনাল পর্যন্ত খেলেছে। ঘরের বাইরে টেস্ট ক্রিকেটে তাদের রেকর্ড সম্পূর্ণ ভিন্ন। কিন্তু সাদা বলের ক্রিকেটে তারা ভয়ঙ্কর প্রতিপক্ষ, বিশেষ করে একদিনের ক্রিকেটে, সেটি তারা প্রমাণ করেছে। তাই, আমাদের জন্য টেস্ট ম্যাচের জয় দুটি বেশ ভালো ছিল এবং আমরা তাদের উপর প্রভাব বিস্তার করতে সক্ষম হয়েছি। কিন্তু ওয়ানডে সিরিজে আমরা সম্পূর্ণ ভিন্ন চ্যালেঞ্জ প্রত্যাশা করছি।’

কঠিন প্রশ্নপত্রে ওয়ানডে পরীক্ষাটাও বাংলাদেশ দলের জন্য হবে আরেক চ্যালেঞ্জ। তাতে থেমে থাকার উপায় নেই। সব কঠিনকে জয় করার প্রত্যাশা টাইগার কাপ্তান মাশরাফির। ‘দেশে মোটামুটি সাফল্য পাওয়ার পর প্রথম বিদেশ সফর ছিল নিউজিল্যান্ডে। আমরা সুযোগ কাজে লাগাতে পারিনি। এরপর শ্রীলঙ্কা, চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমরা মোটামুটি ভালো পারফরম্যান্স করেছি। আমার মনে হয়, এই বছরের সবচেয়ে কঠিন সফর-এই মুহূর্তে আমরা যেটা করছি। তাই সবার একটু দ্বিধায় থাকা স্বাভাবিক। তবে এটা চিন্তা করে খেলতে নামলে, খেলাটা আরও কঠিন হয়ে যাবে। আমি মনে ভালো করি, যদি আগের সব ভুলে গিয়ে নতুন উদ্যম নিয়ে যদি শতভাগ দিয়ে ওদের সঙ্গে লড়তে পারি তাহলে যে কোনো কিছুই হতে পারে।’

এদিকে আজকের ম্যাচে দুই দলের চিন্তার কারণ কিম্বার্লির বাতাস। মাঠে নামার আগে মাশরাফি বললেন, ‘বাতাসে ঝামেলা আছে। একপাশে একটু খোলা তো। এর সঙ্গে মানিয়ে নিতে হবে।’ বাতাস নিয়ে সমস্যার কথা বলেছেন স্বাগতিক অধিনায়ক ডু প্লেসিসও। ‘বাতাস দুই দলের কারোর জন্যই ভালো কিছু নয়। তবে আমাদের এর সঙ্গে মানিয়ে নিতে হবে। অধিনায়ক হিসেবে কৌশলগত দিক থেকে বাতাসকে কিভাবে ব্যবহার করবো তা খুব গুরুত্বপূর্ণ। ব্যাটিং-বোলিং দুই ক্ষেত্রেই বাতাসকে আপনার সুবিধায় কাজে লাগাতে পারেন। আমার মনে হয়, আজ এটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার হবে।’

উল্লেখ্য, কিম্বার্লিতে তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে আজ স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টায়। সরাসরি দেখাবে গাজী টিভি।

বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, ১৫ অক্টোবর ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/এসএফ