নিরাশ করে ফিরে গেলেন সাকিব

লিটন-ইমরুলের ওপেনিং জুটিকে হারিয়ে কিছুটা ব্যাকফুটে ছিল বাংলাদেশ। সেই জায়গা থেকে দলকে টেনে নিয়ে যাচ্ছেন মুশফিকুর রহিম ও সাকিব আল হাসান। শেষ পর্যন্ত থিতু হতে পারলেন না সাকিব। ২৯ রানে ফিরে গেলেন তিনি।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ১২৬। মুশফিক ব্যাট করছেন ৩৬ রানে। নতুন ব্যাটম্যান ক্রিজে প্রবেশ করেছেন মাহমুদুল্লাহ।

এর আগে, কিম্বার্লির ডায়মন্ড ওভাল মাঠে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

প্রায় দুই বছর পর ওয়ানডেতে খেলতে নামা লিটন প্রথমবার ইমরুল কায়েসের সঙ্গে জুটি বাঁধেন। ইনিংসের নবম ওভারের পঞ্চম বলে কেগিসো রাবাদার বলে ডু প্লেসিসের তালুবন্দি হন লিটন। ২৯ বলে চারটি বাউন্ডারিতে লিটন করেন ২১ রান। দলীয় ৪৩ রানের মাথায় প্রথম উইকেট হারায় বাংলাদেশ। দলীয় ৬৭ রানের মাথায় বিদায় নেন ইমরুল কায়েস। ডোয়াইন প্রিটোরিয়াসের বলে ইনিংসের ১৪তম ওভারে ডি ককের তালুবন্দি হন কায়েস।

বিদায়ের আগে তার ব্যাট থেকে আসে ৪৩ বলে ৩১ রান। তার ইনিংসে ছিল চারটি চার আর একটি ছক্কা।

বাংলাদেশ সময় : ১৬২০ ঘণ্টা, ১৫ অক্টোবর,  ২০১৭,
লেটেস্টবিডিনিউজ.কম/ডিএ