সেরা ব্যাটসম্যান ও বোলারকে হারিয়ে ঝামেলায় মাশরাফি

ইনজুরির কারণে দলের সঙ্গে নেই তামিম ইকবাল ও মুস্তাফিজুর রহমান। দলের সেরা দুই খেলোয়াড়কে না পেয়ে একাদশ গড়তে গিয়ে ঝামেলায় পড়েছেন ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

আজ রবিবার দুপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডে খেলতে নামবে বাংলাদেশ। ৩-০ তে জিততে মরিয়া দক্ষিণ আফ্রিকা। আর বাংলাদেশ চায় হোয়াইটওয়াশ এড়াতে।

মাশরাফি বিন মুর্তজা বলেন, যখন দল ভালো খেলে না, তখন চারপাশ থেকে চাপ থাকে। সেটা শারীরিক-মানসিক উভয়ই। জিততে না পারলে সেটা আরো বেশি হয়। সবকিছু ভুলে যদি শুধু শেষ ম্যাচ নিয়েই সবাই ভাবতে পারে, তাহলে ভালো কিছু সম্ভব। বাইরের বা নিজেদের মানসিক চাপ সামলে খেলাটাই এখন বেশি জরুরি। দুটি টি-টোয়েন্টিসহ এখনো তিনটা ম্যাচ বাকি।

আমরা যদি সেখানে ভালো কিছু করতে পারি, এই অভিজ্ঞতা ভবিষ্যতের যেকোনো সফরে কাজে লাগবে।

বাংলাদেশ সময়: ১০৪০ ঘণ্টা, ২২ অক্টোবর, ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/পিকে