বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) প্রথম ম্যাচে বিদেশি ক্রিকেটারদের জয়জয়কার। ফ্র্যাঞ্চাইজি গুলোর গুরুত্বপূর্ণ পজিশনে বিদেশিতে আধিক্য দেশি ক্রিকেটারদের স্কিল প্রদর্শনের পথ বন্ধ করে দিচ্ছে। বিপিএলের সিলেট পর্বের প্রথম চার ম্যাচে যা স্পষ্ট প্রতিমেয়। নতুনদের সুযোগ তো দূরের কথা… সম্ভাবনাময় ক্রিকেটাররাও বড় মঞ্চে নিজেদের সামর্থ্য প্রমানের সুযোগ পাচ্ছে না।
সিলেটে নুরুল হাসান সোহান, ঢাকায় মোসাদ্দেক হোসাইন, খুলনায় নাজমুল হাসান শান্ত, রাজশাহীতে মেহেদি হাসান মিরাজ, কুমিল্লায় মোহাম্মাদ সাইফুদ্দিনের মত তরুন ক্রিকেটাররা অনেকটাই অব্যবহৃত থেকে যাচ্ছে। চাপের মুখে নিজেদের ঝালিয়ে দেখার সুযোগ পাচ্ছে কই তরুন ক্রিকেটাররা? বাংলাদেশ প্রিমিয়ার লীগে এমন বিদেশি চর্চার ঘোর বিরোধিতা করছেন দেশের ক্রিকেটের কিংবদন্তী মোহাম্মদ রফিক।
তিনি বলেছেন, ‘বিপিএল আমাদের দেশে হচ্ছে… আমাদের দেশের ক্রিকেটারদের জন্য। আমাদের দেশের ক্রিকেটার যদি সুযোগ না পায় তাহলে বিদেশি ক্রিকেটার খেলান ১১ জন করে?’
জাতীয় দলের উদাহরণ টেনে রফিক বলেছেন, ‘আপনি যদি এখন বাংলাদেশ জাতীয় দলের পাঁচ সিনিয়র ক্রিকেটার বাদ দেন, তাহলে তো আপনি ক্রিকেটারই খুঁজে পাবেন না। এখন যেই ফলাফল হচ্ছে তার উল্টো চিত্র দেখতে পাবেন।’
মুলত দেশের প্রতিভাবান ক্রিকেটারদের সামনে তুলে আনার লক্ষ্যেই বিপিএলের আয়োজন।কিন্তু পাঁচ বিদেশি খেলার কারণে কতটা সুযোগ পাচ্ছে এই দেশের তরুন ক্রিকেটাররা ? যদি বিপিএলে তরুন ক্রিকেটাররা নিজেদের প্রমাণের সুযোগই না পায় তাহলে কতটা সার্থকতা এমন আয়োজনের?
বাংলাদেশ সময়: ১০১৫ ঘণ্টা, ০৭ নভেম্বর ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/এস পি