টাঙ্গাইলের ভূঞাপুরে জেএসসি ও জেডিসি পরীক্ষায় নকল করার দায়ে ১১জন শিক্ষার্থীকে বহিস্কার করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঝোটন চন্দ।
সোমবার (৬ নভেম্বর) সকালে ভূঞাপুর পাইলট মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে ৫জনকে বহিষ্কার করা হয়। বহিষ্কৃত ওই ৫ শিক্ষার্থী ঘাটাইল উপজেলার শহীদ সালাম ও সিঙ্গুরিয়া লোকের পাড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।
এর আগেও গত বৃহস্পতিবার নিকরাইল কেন্দ্রের চরসিংগুলী মুসলিম বিদ্যালয়ের ২জন ও নিকরাইলের রানী দীনমনি উচ্চ বিদ্যালয়ে ২জন ও জেডিসির ২জন শিক্ষার্থীকে একই অপরাধে বহিষ্কার করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঝোটন চন্দ জানান, পরীক্ষা কেন্দ্রে নকল করার দায়ে সোমবার (৬ নভেম্বর) ভূঞাপুর পাইলট মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে ৫জন শিক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে। এর আগে বিগত পরীক্ষায় একই অপরাধে নিকরাইল কেন্দ্র থেকে ৪জন ও জেডিসির ২জন শিক্ষার্থীকে বহিস্কার করা হয়।
বাংলাদেশ সময়: ০৯৪৫ ঘণ্টা, ৭ নভেম্বর, ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/পিকে