ওয়ার্নারের পর ফিরলেন স্মিথ-রেনশ

ডেভিড ওয়ার্নার ফিরে গিয়েছিলেন ব্যাক্তিগত ৮ রান করে। এরপর স্টিভেন স্মিথ-ম্যাট ফিরলেন দ্রুত। ১৬ রান করে তাইজুল ইসলামের বলে মুশফিকের হাতে ক্যাচ হয়েছেন অজি অধিনায়ক। আর সাকিবের বলে মুশফিকের হাতে ক্যাচ দিয়ে ২২ রানে ফেরেন রেনশ। কিন্তু হলে কি হেবে জয় থেকে যে হাত ছোঁয়া দূরে দাঁড়িয়ে সফরকারীরা। ৮৬ রানের টার্গেটে খেলতে নেমে এই প্রতিবেদন লেখা পর্যন্ত দলটির স্কোর ৩ উইকেটে ৫৫ রান।

এর আগে ফের মোস্তাফিজুর রহমানে কাটা পড়লেন ডেভিড ওয়ার্নার। চট্টগ্রাম টেস্টে ৮৬ রানের টার্গেটে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেছে অস্ট্রেলিয়া। ছোট্ট টার্গেটে খেলতে নেমে ওয়ার্নার ফিরলেন দলীয় ১৩ রানে। ব্যাক্তিগত ৮ রান করে। প্রথম ইনিংসে সেঞ্চুরি করেছিলেন ওয়ার্নার (১২৩)। ঢাকা টেস্টেও তার ব্যাটে শতক দেখেছিল দর্শকরা।

বুধবার নিজের জন্মদিনে সেঞ্চুরিয়ান ওয়ার্নারকে ফিরিয়েছিলেন দ্যা ফিজ। হায়দ্রাবাদে তারা আবার দুজন সতির্থ। ওয়ার্নার মোস্তাফিজের অধিনায়ক। ম্যাচ পরবর্তি সংবাদ সম্মেলনে ওয়ার্নার বলে গিয়েছিলেন মোস্তাফিজের যত্ন নেওয়ার। সে যাই হোক ফের ওয়ার্নারকে আউট করতে যে পরিকল্পনা ফিল ফিজের সেটি আবার প্রমাণিত। প্রথম ইনিংসে ইমরুল কায়েসের হাতে ক্যাচ হয়েছিলেন ওয়ার্নার। এবার সাকিবের হাতে তাকে ক্যাচ বানালেন মোস্তাফিজ।

এর আগে বৃহস্পতিবার বাংলাদেশ নিজেদের দ্বিতীয় ইনংসে ১৫৭ রানে গুটিয়ে যায়। প্রথম ইনিংসে স্বাগতিকদের সংগ্রহ ছিল ৩০৫ রান। অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে করে ৩৭৭ রান।

বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, ০৭ সেপ্টেম্বর  ২০১৭

লেটেস্টবিডিনিউজ.কম/কেএসপি