‘টাকার বিনিময়ে টুইট’ করে সমালোচনায় অশ্বিন!

এই সময়ে ভারতের সেরা বোলার। বিশ্বের সেরা স্পিনার এবং অল-রাউন্ডারদের একজন। কিন্তু দেশের হয়ে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ খেলেননি। অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজেও দলে নেই। এই নিয়ে জল্পনা শুরু হয়েছে যে, আদৌ সীমিত ওভারের খেলায় দলে ফিরতে পারবেন রবিচন্দ্রন অশ্বিন? এই বিতর্কের মধ্যেই টুইটারে একটি পোস্টকে কেন্দ্র করেও খারাপ অভিজ্ঞতা হল ভারতের অন্যতম সফল স্পিনারের।

ঠিক কী হয়েছিল? বৃহস্পতিবার অশ্বিন টুইটারে একটি পোস্ট করেন। সেখানে তিনি লিখেন, ‘ক্যারম বলকে বুঝতে পারা নিয়ে বিতর্ক থাকতে পারে, কিন্তু কিছু জিনিসকে কখনও বিতর্ক থাকতে পারে না। রেডমি নোট ৪ ই হলো ভারতের নাম্বার ওয়ান স্মার্টফোন। ‘

এই বিজ্ঞাপন করেই ফেঁসে গেছেন অশ্বিন। একজন লিখেছেন, ‘ক্রিকেট আর বিজ্ঞাপন থেকে কি কম পয়সা পান যে এখন টাকার বিনিময়ে টুইটও করছেন!’

অন্য একজন অশ্বিনের ক্যারম বলকে উদ্দেশ করে লিখেন, ‘ক্যারম বল ওয়ানডেতে ব্যর্থ। তাই অস্ট্রেলিয়া সিরিজ থেকে দলের বাইরে যেতে হয়েছে!’

কেউ আবার তাকে চায়না পণ্য প্রোমোট করতে বারণ করেন।

কেউ বা তার ফিটনেস নিয়ে ব্যঙ্গ করে লিখেন, ‘আপনার ফিটনেস নিয়েও কোনো বিতর্ক নেই। ওটা সব সময়ই খারাপ। ‘

এমনই নানা মন্তব্য ভেসে উঠতে থাকে তারকা স্পিনারের টুইটের জবাবে। এই সময়ে তারকাদের ‘লার্জার দ্যান লাইফ’ ইমেজ অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে। সহজেই তারকাদের কাছে পৌঁছে যেতে পারছে সাধারণ মানুষের ভাবনা। সিনেমা হোক বা ক্রিকেট— তারকাদের নানা ভাবে কটু মন্তব্যের সামনে পড়তে হয়।

এবার অশ্বিনকেও সেই অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হলো। এই মুহূর্তে কাউন্টি খেলতে ইংল্যন্ডে থাকা অশ্বিন অবশ্য টুইটের প্রতিক্রিয়া কিছু বললেননি।

বাংলাদেশ সময় : ১৫২৫ ঘণ্টা, ১৫ সেপ্টেম্বর, ২০১৭,
লেটেস্টবিডিনিউজ.কম/এ