‘ভারতের ম্যাচ জিততে আজকাল বৃষ্টির দরকার পড়ছে’

সিরিজের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে ২৬ রানে হারাটা মেনে নিতে পারেননি সাবেক অস্ট্রেলিয়ান ক্রিকেটার ডিন জোনস। তাই তিনি ব্যঙ্গ করে টুইটারে লেখেন, ‘তাহলে ভারতের ম্যাচ জিততে বৃষ্টির দরকার পড়ছে আজকাল। যাক কিছু করার নেই। গেম ২-এর দিকে এগোনো যাক।’

গত রবিবার (১৭ সেপ্টেম্বর) চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে ভারতের ইনিংস নির্বিঘ্নে শেষ হলেও অস্ট্রেলিয়ার ইনিংসের শুরুতেই বৃষ্টি শুরু হয়। যার কারণে ২৯ ওভার নষ্ট হয়। আর সেটা নিয়েই তিনি এই মন্তব্য করেন।

ভারত ম্যাচ জিতে ২৬ রানে। জোনস টুইট করেছিলেন ভারত ম্যাচ জিতার কিছু আগে।

তবে তার এই টুইটের পর থেকেই ভারতীয় সমর্থকরা কার্যত তাকে আক্রমণ করতে শুরু করেন। কেউ লেখেন, ‘আপনি আবার একটা ব্রেন ফেড এপিসোড নিয়ে এলেন। এবারও কিন্তু ব্যাপারটা একজন অস্ট্রেলীয়ই করলেন।’ আরেক সমথর্ক লিখেছেন, ‘আপনি তো ক্রিকেট খেলেছেন। তারপরও আপনার ক্রিকেটীয় জ্ঞান এত কম? বৃষ্টির জন্য সব সময় সেকেন্ড ব্যাটিং করা দলের পক্ষে ভাল। এটা আপনার জানা উচিত ছিল।’

আরেক ভারতীয় সমর্থক মজা করে লিখেছেন, ‘ফুটবল খেললে আপনি কিন্তু ভাল ডিফেন্ডার হতেন।’ আরেক সমর্থক এক কদম এগিয়ে লিখেছেন, ‘আপনার মতো অস্ট্রেলীয়রা কখনোই নিজেদের হার হজম করতে পারে না। একটা কাজ করুন। ভাল কোনও ওষুধ নিন। যাতে আপনার হজম শক্তি আরও ভাল হয়ে যায়।’

বাংলাদেশ সময়: ১৩০৭ ঘণ্টা, ২০ সেপ্টেম্বর ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/এসডিএম