টেস্টে সাকিবের না খেলা নিয়ে যা বললেন ডু প্লেসি

দক্ষিণ আফ্রিকা দলে নেই ডেল স্টেইন, ক্রিস মরিস, ভার্নন ফিল্যান্ডারের মতো ক্রিকেটাররা। খেলছেন না নির্ভরযোগ্য ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্সও। তবুও দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফাফ ডু প্লেসির স্বস্তি, বাংলাদেশ দলে নেই সাকিব আল হাসান!

টেস্ট থেকে বিশ্রামে থাকায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দলে নেই বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব। ক্লান্তি ও অবসাদ কাটিয়ে চনমনে হয়ে আবারও ক্রিকেটে উঠতেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে ছয় মাসের টেস্ট বিরতি চেয়েছিলেন সাকিব। বোর্ড আপাতত শুধু দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজে তাকে বিশ্রাম দিয়েছে। আর সাকিব না থাকাতেই কিছুটা নির্ভার আছেন প্রতিপক্ষের অধিনায়ক।

আর মাত্র কয়েক ঘন্টা পরই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে মুশফিকুর রহিমের দল। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে বুধবার পচেফস্ট্রুমে সাংবাদিকদের সামনে উপস্থিত হয়েছিলেন ডু প্লেসি। সেখানেই তিনি তার সাকিবকে নিয়ে স্বস্তির কথা জানান।

ডু প্লেসি বলেন, ‘তাদের জন্য এটা বড় ক্ষতি। সাকিব দুর্দান্ত খেলোয়াড়। বেশ কিছু দিন ধরে সে বিশ্বের শীর্ষ অলরাউন্ডার। সে একজন সিনিয়র খেলোয়াড় যে ভিন্ন কন্ডিশনে ভালো খেলে। ওর না থাকাটা অবশ্যই তাদের জন্য বড় ক্ষতি। আমি খুব খুশি যে সে (সাকিব) খেলছে না।’

বাংলাদেশ সময় : ১২২৮ ঘণ্টা, ২৮ সেপ্টেম্বর, ২০১৭,
লেটেস্টবিডিনিউজ.কম/এ