এলগারের দেড়শ’র পর আমলার শতক, রানের পাহাড় গড়ছে দক্ষিণ আফ্রিকা

অভিষেক টেস্টে প্রথম দিনই সেঞ্চুরি করে ফেলতে পারতেন এইডেন মারক্রাম। কিন্তু ভুল বোঝাবুঝিতে ৩ রানের আক্ষেপ নিয়ে রান আউট হয়েছিলেন দক্ষিণ আফ্রিকার এ ওপেনার। ডিন এলগারের সঙ্গে তার ১৯৬ রানের জুটি ভাঙার পরও কিন্তু অস্বস্তি কাটাতে পারেনি বাংলাদেশের বোলাররা। আগের দিন ১২৮ রানে অপরাজিত থেকে শেষ করা এলগারের সঙ্গে হাশিম আমলা রানের পাহাড় গড়ে যাচ্ছেন। তাদের দেড় শতাধিক রানের জুটিতে ১০৪ ওভারে মাত্র ১ উইকেটে ৩৬৪ রান করেছে প্রোটিয়ারা।

এরই মধ্যে ক্যারিয়ার সেরা রান করে ফেলেছেন এলগার। গত মার্চে ডুনেডিনে নিউজিল্যান্ডের বিপক্ষে ১৪০ রান করেছিলেন প্রোটিয়া ওপেনার। বাংলাদেশের বিপক্ষে সেটাকে ছাড়িয়ে প্রথমবার রান করলেন ১৫০ এর ঘরে। অন্যদিকে আমলা তার ২৭তম সেঞ্চুরি পেয়েছেন ১৪৩ বল খেলে। দেশের সর্বাধিক সেঞ্চুরিয়ানের তালিকায় গ্রায়েম স্মিথকে স্পর্শ করেছেন ৩১ বছর বয়সী এ ব্যাটসম্যান। তার সামনে কেবল জ্যাক ক্যালিস (৪৫)।

দক্ষিণ আফ্রিকায় প্রথম টেস্টের শুরুর দিনটা চওড়া হাসি নিয়েই শেষ করে স্বাগতিকরা। আর বাংলাদেশকে ডুবতে হয় হতাশায়। এলগারের সেঞ্চুরি ও আমলার দায়িত্বশীল ব্যাটিংয়ে ১ উইকেটে ২৯৮ রানে প্রথম দিন শেষ করে প্রোটিয়ারা। এলগারের শতাধিক রানের সঙ্গে আমলা অপরাজিত ছিলেন ৬৮ রানে।

বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, ২৯ সেপ্টেম্বর  ২০১৭

লেটেস্টবিডিনিউজ.কম/এস