দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণের দিনে মুন্সিগঞ্জ-৩ আসনের মিরকাদিমে ঝিল্লুর নামে নৌকা প্রতীকের এক কর্মীকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
আজ রোববার (৭ জানুয়ারি) সকালে প্রতিপক্ষের হামলায় মারা যান তিনি। এর আগে সকাল ৮টা থেকে সারাদেশের মতো মুন্সিগঞ্জ-৩ আসনেও ভোট গ্রহণ শুরু হয়।
এ ঘটনাকে কেন্দ্র করে মিরকাদিম পৌরসভা এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি মোকাবেলায় বিজিপি ও পুলিশের অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে।
ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা রিটানিং অফিসার মো. আবু জাফর রিপন।
নিহতের স্ত্রী রেহেনা বেগমের দাবি স্বতন্ত্র প্রার্থী কাঁচি প্রতীকের সমর্থক মিরকাদিম পৌরসভার কতিথ আওয়ামী লীগ সভাপতি ও সাবেক পৌর মেয়র মো. শহিদুল ইসল শাহীন ও পৌর কাউন্সিলর মো. লিটনের নেতৃত্বে নৌকা সমর্থক জিল্লুর রহমানকে হত্যা করা হয়েছে। তারা এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।
ঘটনার দুঃখ প্রকাশ করে জেলা রিটানিং অফিসার মো. আবু জাফর রিপন বলেন, হত্যাকাণ্ডের সঙ্গে যারাই জড়িত থাকুক না কেন, তদন্ত করে সবাইকে আইনের আওতায় এনে কঠোর শাস্তির ব্যবস্থা করা হবে।






