নিজ আসনে ৫০ শতাংশ ভোট পড়ার আশা নানকের

ঢাকা-১৩ সংসদীয় আসনে ৫০ শতাংশ ভোট পড়বে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ওই আসনের নৌকার প্রার্থী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক।

আজ রোববার (৭ জানুয়ারি) সকালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মোহাম্মদপুর বাদশা ফয়সল ইনস্টিটিউটে নিজের ভোট দিয়ে এ আশাবাদ ব্যক্ত করেন তিনি।

নানক বলেন, অভূতপূর্ব, সুষ্ঠু সুন্দর পরিবেশে ভোটগ্রহণ চলছে। ভোটাররা আসছেন, তাদের মধ্যে উৎসাহ উদ্দীপনা আছে। তারা আমাকে বলেছেন, এত সুন্দর পরিবেশ, আমরা অবাক হয়ে গেছি। আমি আশা করছি ৫০ শতাংশের বেশি ভোট পড়বে। এ সময় ভোটারদের উদ্দেশে নানক বলেন, ভোট কেন্দ্র আসুন, ভোট দিন। শীতের সকাল, আমি নিশ্চিত বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারের সংখ্যা বাড়বে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আপনার দেখতে পারছেন লম্বা লাইন। যারা ভোটের বিরোধিতা করছে তারা গণতন্ত্রের বিরোধিতা করছে। জনগণ তাদের বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে।