শাহজালালে বৈদেশিক মুদ্রাসহ যুবক আটক

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রাসহ মামুন মিয়া (৪১)নামে এক যুবককে আটক করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ।

বুধবার (০৪ অক্টোবর) রাত ২টার দিকে ওই যুবককে আটক করা হয়। বৃহস্পতিবার (০৫ অক্টোবর) সকালে ব্রেকিংনিউজকে নিশ্চিত করেন শুল্ক গোয়েন্দার মহাপরিচালক ড. মঈনুল ইসলাম। আটককৃত মামুনের বাড়ি মুন্সিগঞ্জের শিরাজদিখানের চরবকতাবলীতে। তিনি ঢাকা-মালয়েশিয়া বিমানে এমএইচ১৯৭ ফ্লাইটে যাচ্ছিলেন।

ড. মঈনুল ইসলাম জানান, মামুন বোর্ডিং কার্ডসহ ইমিগ্রেশন পার হয়ে বিমানে ওঠার প্রস্তুতি নিচ্ছিলেন। বিমানবন্দরের ১৬ নম্বর বোর্ডিং ব্রিজে এয়ারলাইন্সের কাউন্টার থেকে তাকে কাস্টমস হলে নিয়ে তল্লাশি করা হয়। এরপর তার ব্যাগ তল্লাশি করে ১ কোটি ২৮ লাখ ৪২ হাজার ২৫৪ টাকা মূল্যমানের সৌদি আরবের রিয়াল, সংযুক্ত আরব আমিরাতের দিরহাম, মালয়েশিয়ার রিংগিত, থাইল্যান্ডের বাথ, ভারতের ও শ্রীলঙ্কার রুপি পাওয়া যায়। পরে তাকে আটক করা হয়।

এই ব্যাপারে আটককৃত মো. মামুন মিয়ার বিরুদ্ধে শুল্ক আইন ও মানি লন্ডারিং প্রতিরোধ আইনে ব্যবস্থা নেয়া হয়েছে বলেও তিনি জানান।

বাংলাদেশ সময়: ১৩৫৪ ঘণ্টা, ০৫ অক্টোবর ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/এসএফ