খিলগাঁওয়ে বিষপানে গৃহবধূর আত্মহত্যা

রাজধানীর উত্তর শাহজাহানপুর এলাকায় পারিবারিক কলহের জেরে এক গৃহবধূ বিষপানে আত্মহত্যা করেছেন। তার নাম ফারজানা আক্তার (৩৫)। আজ সোমবার সকালে এ ঘটনা ঘটে।

মৃত ফারজানা আক্তারের প্রতিবেশী আবদুল হাই বলেন, সকাল সাড়ে আটটার দিকে পারিবারিক কলহের কারণে ফারজানা সবার অজান্তে বিষপান করে অসুস্থ হয়ে পড়েন। বিষয়টি টের পেয়ে তার পরিবারের সদস্যরা তাকে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে যায়। সেখাসে তার অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে বেলা পৌনে ১২টার দিকে মৃত ঘোষণা করেন।

মৃত ফারজানা আক্তার তার পরিবারের সঙ্গে রাজধানীর খিলগাঁও থানার উত্তর শাহজাহানপুরের ৬৩৪ নম্বর বাড়িতে বসবাস করতেন। তার স্বামী আবদুর রহমান পেশায় একজন ব্যবসায়ী।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মৃত ফারজানা আক্তারের লাশ জরুরি বিভাগের মর্গে রয়েছে। বিষয়টি খিলগাঁও থানা পুলিশকে অবহিত করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৪৮ ঘণ্টা, ১৬ অক্টোবর, ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/নীল

Scroll to Top