নেপাল থেকে বিশেষ বিমানে দেশে ফিরলেন ১৩ জন

সারাদেশে করোনাভাইরাস বিস্তার রোধে সরকার কর্তৃক দেশে চাপানো ফ্লাইট নিষেধাজ্ঞার মধ্যে ১৩ জন বাংলাদেশি একটি বিশেষ বিমানের মাধ্যমে নেপাল থেকে দেশে ফিরেছেন।

মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেল সাড়ে চারটায় তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে (এইচএসআইএ) পৌঁছান। ফিরে আসা কারও মধ্যে করোনভাইরাসের লক্ষণ দেখা যায়নি বলে বিমানবন্দর স্বাস্থ্য কেন্দ্র সূত্র নিশ্চিত করেছে।

প্রত্যাবর্তনকারীদের মধ্যে ১১ জনকে আশকোনা হজ ক্যাম্পে ১৪ দিনের কোয়ারেন্টাইনে এবং দুজনকে হোম কোয়ারেন্টাইনে প্রেরণ করা হয়েছে।
বিমানবন্দরের পরিচালক গোষ্ঠীর ক্যাপ্টেন এএইচএম তৌহিদ-উল আহসান বলেন, এই ১৩ জন বাংলাদেশিকে ফিরিয়ে আনতে সরকার একটি বিশেষ বিমানের ব্যবস্থা করার অনুমতি দিয়েছে।

সিভিল এভিয়েশন অথরিটি, বাংলাদেশ (সিএএবি) সূত্র জানায়, এই ১৩ জন বাংলাদেশি এক মাস আগে নেপালে ভ্রমণসহ প্রয়োজনীয় কাজে যান। সিএএবি সূত্রে, নেপাল ভিত্তিক এয়ারলাইনস বুদ্ধা এয়ারের মাধ্যমে ফ্লাইটটি পরিচালনা করা হয়েছে।

Leave a Comment