করোনাঃ ভোক্তা অধিদফতরের মহাপরিচালকসহ আরও ৪ জন আক্রান্ত

মহামারী করোনার প্রভাবে গোটা বিশ্বে বিরাজ করছে অস্থিতিশীল পরিবেশ। করোনায় আক্রান্ত হলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) বাবলু কুমার সাহাসহ আরও চার জন। এর মধ্যে অধিদফতরের তিন কর্মকর্তা ও একজন গাড়ি চালক রয়েছেন।

আজ সোমবার অধিদফতরের প্রধান কার্যালয়ের উপ-পরিচালক মো. মাসুম আরেফিন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, অধিদফতরের মহাপরিচালকসহ নতুন করে আরও চারজন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে রয়েছেন উপ-পরিচালক আতিয়া সুলতানা, সহকারী পরিচালক শাহনাজ সুলতানা, রজবী নাহার রজনী এবং অধিদফতরের গাড়িচালক মিলিয়া খানম।

উল্লেখ্য, এর আগে গত ১৩ মে অধিদফতরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার করোনায় আক্রান্ত হন। সব মিলিয়ে এখন পর্যন্ত অধিদফতরের ছয়জন করানায় আক্রান্ত হয়েছেন।