রাজধানীতে দুইশ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার এক

আজ মঙ্গলবার (০১ ডিসেম্বর) রাজধানীর বাড্ডার হোসেন মার্কেট এলাকায় দুইশত বোতল ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম হচ্ছে মিনহাজ উদ্দিন লাবলু (৪০)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রোপলিটন উত্তরের সহকারী পরিচালক মো. মেহেদী হাসান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রো উত্তরের উপ- পরিদর্শক শেখ মো. সাজ্জাদ হোসেনের নেতৃত্বে একটি টিম আজ ভোর দিকে বাড্ডা হোসেন মার্কেটের এলাকায় অবস্থান নেয়। তখন কিশোরগঞ্জ ভৈরব থেকে একটি যাত্রীবাহী বাসে করে ওই লাবলু একটি নতুন কাপড়ের পোটলা নিয়ে হোসেন মার্কেট এলাকায় নামে। তখন সঙ্গেসঙ্গে তাকে আটক করে কাপড় এর পোটলা খুলে তার ভিতর থেকে দুইশত পিস ফেনসিডিল পাওয়া যায়। এ ব্যাপারে একটি মামলা করা হয়। সেই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।

ওই কর্মকর্তা আরো জানান, গ্রেফতারকৃত ব্যক্তি কাপড়ের ব্যবসার নামে ফেনসিডিল ব্যবসা করত। বিস্তারিত জানার চেষ্টা করা হচ্ছে।