এখনও চলছে গণপরিবহন!

রাজধানীসহ সারাদেশে গণপরিবহন চলার অনুমিত দেয়া হয়েছে পোশাকসহ রফতানীমুখী শিল্পপ্রতিষ্ঠানের শ্রমিকদের কর্মস্থলে আসার সুবিধার্থে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী আজ রোববার (১ আগস্ট) দুপুর ১২টা পর্যন্ত চলার কথা গণপরিবহন। কিন্তু এ সব গণপরিবহন নির্দিষ্ট সময়ের পরও চলতে দেখা গেছে।

রাজধানীর বিভিন্ন সড়কে ঘুরে বিকেল ৫টার পরও এ দৃশ্য চোখে পড়ে। রাস্তায় চলছে বাস, সিএনজিচালিত অটোরিকশা, টেম্পোসহ বিভিন্ন গণপরিবহন। এ নিয়ে সাধারণ মানুষের প্রশ্ন-কঠোর বিধিনিষেধ অমান্য করে এ সব গণপরিবহন চলছে, না-কি এখন থেকে এটা নিয়মিত চলবে? তবে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ ব্যাপারে নতুন কোনো নির্দেশনা এখনো আসেনি।

এর মধ্যে রাজধানীর আজিমপুর থেকে মিরপুর, গাবতলী, সাভার, টঙ্গী ও গাজীপুর এলাকায় বাস ও অন্যান্য যানবাহন চলাচল করছে। সকালের দিকে সংখ্যায় বেশি থাকলেও বিকেল ৫টার পর বাসের সংখ্যা কমে যায়।